টাইপোগ্রাফি
The Best Bangla Alone Typography: তুমি ছাড়া আমি একা – ২০২০

ডিজাইন: তুমি ছাড়া আমি একা
ধরন: বাংলা টাইপোগ্রাফি
সফটওয়্যার: Adobe Illustrator
ব্যবহৃত টুল: ব্রাশ টুল
তুমি ছাড়া আমি একা – নিঃসঙ্গ এই জীবনে হয়েছিল তোমার প্রথম আগমন। কেটেছিল কালের আধার, নিঃসঙ্গতা। কিন্তু, তোমার বিদায় কালে ফিরে আসল সেই নিঃসঙ্গতা। একটু একটু করে গড়ে তুলো সম্পর্ক ধুলিস্যাৎ হয়ে গেল। তোমার শহরে শুধু তুমিই। আমি ছিলাম তোমার শহরে ব্যস্ততার কোলাহল। পরিশেষে, তোমার শহর তোমার মত লোকালয়ে ভরা, আমার শহর আমার মত নিস্তব্ধ ঘেরা। তুমি ছাড়া আমি যে বড়ই একা।
কথায়: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
টাইপোগ্রাফি: মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
Tags: #movement #banglatypography #bengalitypography #banglacaligraph #typography #বাংলাটাইপোগ্রাফি #বাংলালেটারিং #bengaliqoutes #lettering #calligraphy #banglacalligraphy #banglalettering #bangladesh #followback #mustaqim #banglalogo #islamic #bangladesh #font