বাংলা ফন্ট
বাংলা টাইপোগ্রাফি ফন্ট শরীফ জ্যোস্না | Shorif Jousthna Bangla Font
বাংলা টাইপোগ্রাফি ডিজাইনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দিন দিন টাইপোগ্রাফি ফন্টের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রকাশিত হল নতুন বাংলা টাইপোগ্রাফি ফন্ট শরীফ জ্যোস্না। ফন্টটি ব্যবহার করে সহজেই বাংলা টাইপোগ্রাফি ডিজাইন করা যায়। ফন্টটি ডিজাইন করেছেন জনপ্রিয় বাংলা টাইপফেস ডিজাইনার শরীফ উদ্দিন শিশির। দেশীয় বৃহৎ ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি থেকে ফন্টটি প্রকাশিত হয়েছে।
ফন্টটি ক্রয় করতে নিজের বাটনে ক্লিক করুন।