বাংলা ফন্ট
সাঈদ হস্তলিপি বাংলা ফন্ট | Free Bangla Font
সাঈদ হস্তলিপি বাংলা ফন্ট এর আপডেটের কাজ চলছে। ফন্টের নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে। সাথে থাকছে নতুন নতুন ফিচার। পূর্বের ভার্সনে কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাত্রালতা ফিচার যুক্ত ছিল। তবে, নতুন আপডেট ভার্সনটিতে মাত্রালতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহা, রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ ফিচার যুক্ত করা হবে ইনশা আল্লাহ্। তাছাড়া, একাধিক কিছু বর্ণ একাধিক ভেরিয়েন্টে লেখার সুবিধাও থাকছে এই ফন্টটিতে। ফন্টটি সবার আগে পেতে চোখ রাখুন Fontbd.con এ ।
