বাংলা ফন্ট
মোমেনশাহী ফন্টের রাউন্ড ব্রাশ ভার্সন প্রকাশিত হতে যাচ্ছে
শ্রীঘই প্রকাশিত হতে যাচ্ছে আমার ডিজাইকৃত ফন্ট মোমেনশাহী ’র রাউন্ড ব্রাশ ভার্সন। ফন্টটি দেশীয় ফন্ট ফাউন্ড্রি ফন্টবিডি থেকে প্রকাশিত হবে। তাছাড়াও ফন্টটির প্যারাগ্রাফ ভার্সন প্রকাশিতব্য। ফন্টটি মাত্রালতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিচার যুক্ত করা হবে। ফন্টটি ইউনিকোড, আন্সি উভয় ভার্সনের পাশাপাশি বর্ণ এনকোডিং সমর্থন থাকবে।
