টাইপফেস ডিজাইন
Bangla Typeface/Font Design Online Course: 03
বাংলা ফন্ট ডিজাইন ফ্রি কোর্সের ৩য় পর্বে স্বাগতম। এই পর্বে আমি বাংলা স্বরচিহ্ন, ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এবং সিম্বল ডিজহাইন করে দেখিয়েছি। এটিই এই কোর্সের সর্বশেষ পর্ব। আশা করি, বাংলা টাইপফেস.ফন্ট ডিজাইন নিয়ে বানানো আগের ভিডিওগুলো দেখেছেন। বাংলা টাইপফেস ডিজাইন নিয়ে আমার বানানো ভিডিওগুলো ছিল বেসিক। যেখানে আমি প্রতিটি বর্ণ ডিজাইন করে দেখিয়েছি। ভিডিওতে দেখানো ডিজাইনটি দিয়ে মুহাম্মাদ ফন্টটি তৈরি করা হয়েছে। ইনশা-আল্লাহ্ং কিছু দিনের ভেতর ফন্টটি ফন্টবিডি থেকে রিলিজ হবে। আগামীতে বাংলা ফন্ট ডিজাইন নিয়ে আরও ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে। যেখানে আমি আপনাদেরকে টাইপফেস ডিজাইনের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। সে পর্যন্আত ভালো থাকুন, সুস্থ থাকুন।
– আল্লাহ হাফেজ!
এ পর্বে যা রয়েছে:
- স্বরচিহ্ন ডিজাইন
- ০ থেকে ৯ পর্যন্ত সংথ্যা ডিজাইন
- সিম্বল ডিজাইন